This event has expired
আমরা ভিডিও এর মাধ্যমে সব বুঝিয়ে দিব।
কেনা কাটা করে যেভাবে পেমেন্ট করেন। অথবা মোবাইলে ডাটা কেনার সময় যেভাবে অটো পেমেন্ট করেন। অর্থাৎ একটি ইন্টারফেস আছে যেখানে আপনার বিকাশ নাম্বার চায়, তারপরে আপনার বিকাশ নাম্বারে বিকাশ থেকে একটি কোড পাঠায় এবং সেটি চায়, এরপরে আপনার পিন বসানোর সাথে সাথেই প্রয়োজনীয় টাকা কেটে নেয়। [ঝামেলা বিহীন ও নিরাপদ পেমেন্ট প্রসেস]
হ্যাঁ, যার বিকাশ থেকে কিনবেন তার বিকাশে পর্যাপ্ত টাকা থাকলেই হবে।
৫ থেকে ১০ মিনিট।
অনুষ্ঠান রেজিস্ট্রেশনের সময় আপনি যে ই-মেইল প্রদান করবেন সেই ই-মেইলে পাঠানো হবে।
কেননা আপনি যখন অফলাইনে টাকা দিবেন তখন আপনার একাউন্টের রেজিস্ট্রেশনই অনলাইনের মাধ্যমে আমাদের সহযোগী করে দিবে। তাই আপনার ইমেইলে টোকেনের লিংকে যাবে।