Science Olympiad 2024
📌📌প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে “Science Olympiad 2.0 ” যা তিনটি সেগমেন্টে বিভক্ত। পদার্থবিজ্ঞান, গণিত এবং অপরটি হচ্ছে জীববিজ্ঞান। শিক্ষার্থীরা চাইলে যেকোনো একটি অথবা দুইটি অথবা তিনটি সেগমেন্টেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
📌📌বর্তমানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই এক্টিভিটি গুলো একজনকে এগিয়ে রাখে বহুগুণ। তাই নিজের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করতে ও একটি স্বপ্নবাজ, বিজ্ঞানমনস্ক মেধাকে যাচাই করতে চাইলে “Science Olympiad 2.0” তে অংশগ্রহণ করুন।
অলিম্পিয়াড এর সাথে টিপিক্যাল এক্সামের পার্থক্য হলো ,এখানে গত বাধা কিছু থেকে প্রশ্ন করা হয়না। এখানে নিজের মেধার আসল পরীক্ষা হয় দুর্দান্ত সব প্রশ্ন সলভ করার মাধ্যমে।
তাহলে শুরু হোক মেধার যুদ্ধ??!!
📄📄 Segment :
1. Math
2. Biology
3. Physics
𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞: ৫০ টাকা ( Each Segment)
অনলাইন এবং অফলাইন দুই ভাবেই রেজিস্ট্রেশন করা যাবে।
অফলাইন: স্টল (জয় বাংলা চত্বর)
𝐄𝐱𝐚𝐦 𝐃𝐚𝐭𝐞 : 𝟒 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫, 𝟐𝟎𝟐𝟒
Exam Time & Room Number Will Be Provided Very Soon
📍📍অংশগ্রহণকারী সকলের জন্য যা থাকছে :
১. সার্টিফিকেট
২. শিক্ষা সামগ্রী
তো আর দেরি কেন, এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন !!🤩
একাডেমিক সহযোগিতায়:
Bangladesh Mathematical Olympiad
Bangladesh Biology Olympiad
আয়োজনে
বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব
Any Query:
Ariful Islam : 01767859544
Inbox at : BSMRSTU Science Club
Organization Information
- Organization Name : BSMRSTU Science Club
- Organization: BSMRSTU Science Club
-
Address:
BSMRSTU, Gopalganj
Gopalganj
Gopalganj
8100 - No ratings found yet!
Registration Process
Register in this event please click the “Register” button. It will take you to the submission page. Submit the required information by clicking the “Submit” button there.
N.B. If you select the event once, you can’t select again, you can find your selected events in the “Selected List” on the menu.
Notice: Temporarily, we are using the payment gateway of Rajshahi University Science Club. There’s no need of hesitation during the payment.