বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের Biochemistry and Biotechnology Club,BU ও BioTed এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে -“𝑻𝒉𝒂𝒍𝒂𝒔𝒔𝖊𝒎𝒊𝒂 𝑨𝒘𝒂𝒓𝒆𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝑺𝒄𝒓𝒆𝒆𝒏𝒊𝒏𝒈 𝑪𝒂𝒎𝒑𝒂𝒊𝒈𝒏”রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় জীবননান্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে প্রধান অতিথি করা হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীনআয়োজনে কি নোট স্পিকার হিসেবে ছিলেন- বায়োটেড এর নির্বাহী পরিচালক ড. মো. সওগাতুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন -প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হক। সভাপতিত্বে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রবিউল হাসান ।আয়োজনের কি-নোট স্পিকার বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মো. সওগাতুল ইসলাম থ্যালাসেমিয়ার প্রতিরোধ পদ্ধতি, সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর সহজলভ্যতার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শিক্ষার্থীদের সুন্দর ক্যারিয়ারের জন্য।ক্যাম্পেইনের তৃতীয় অংশে থ্যালাসেমিয়ার ফ্রি-স্ক্রিনিং প্রসেস করা হয় যেখানে প্রথম ১০০ জন কে ( রেজিস্ট্রেশন এর অগ্রাধিকার ভিত্তিতে) এবং নাম মাত্র ৫০০ টাকায় স্ক্রিনিং এর সুযোগ দেওয়া হয়।উল্লেখ্য, উপরোক্ত স্কিনিং রিপোর্ট যদি কারো পজিটিভ হয় তাহলে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জেনেটিসিস্ট এবং বিশেষ ডাক্তারের কাছ থেকে কাউন্সেলিং ব্যবস্থা করা হবে।