রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে নিরলসভাবে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ক্লাবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ৮ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে “8th RUSC National Science Fiesta 2024”
একবিংশ শতাব্দীতে বিজ্ঞান যেন ছুটে চলেছে এক দুরন্ত গতিতে। বিজ্ঞান যেমন নতুন জ্ঞান আবিষ্কার করে মানব সভ্যতার বিকাশের জন্য, ঠিক তেমনি বিজ্ঞানের হাত ধরেই এসেছে দেশের তথা জাতির উন্নতির ধারা। সেই বিজ্ঞানকে জানতে, বিজ্ঞানের অবদানকে উদযাপন করতে, বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলিকে সবাই একসাথে অনুসন্ধান করতে প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এই সায়েন্স ফিয়েস্টার আয়োজন করা হয়ে থাকে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ প্রযোজনায় প্রতিবছরের মত এবারও আয়োজিত হতে যাচ্ছে সায়েন্স ফিয়েস্টা । রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (RUSC) অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এবং উদ্ভাবনী বিজ্ঞান উৎসব—”8th RUSC National Science Fiesta 2024″ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশাল আয়োজন, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজ্ঞানের জগতে নতুন উদ্ভাবন ও প্রতিভার সাক্ষী হতে চলেছে। যারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী, তাদের জন্য এটি হবে এক চমকপ্রদ সুযোগ নিজেকে প্রকাশ করার এবং নতুন কিছু শেখার।

এই ফিয়েস্টা কেবলমাত্র প্রতিযোগিতামূলক ইভেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষামূলক কার্যক্রমেরও সমাহার। এখানে অংশগ্রহণকারীরা নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের জ্ঞানকে আরও গভীর করতে পারবে।

আগামী ৩০, ৩১ জানুয়ারি, রোজ: বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি তে এই ফিয়েস্টা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অংশগ্রহনকারীর জন্য থাকছে “সার্টিফিকেট” এবং বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার ও প্রাইজমানি।

কি কি থাকছে ফিয়েস্টাতেঃ
একক অংশগ্রহণঃ
• সায়েন্স অলিম্পিয়াড (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• কেইস সলভিং ((স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• রুবিক্স কিউব
• ফটোগ্রাফি কনটেস্ট (সবার জন্য উন্মুক্ত)
• আইডিয়া শোকেসিং কম্পিটিশন (বিশ্ববিদ্যালয়)
• চেজ কম্পিটিশন

দলীয় অংশগ্রহণঃ
• প্রোজেক্ট শো কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• ওয়াল ম্যাগাজিন (স্কুল, কলেজ)
• সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• পোস্টার প্রেজেন্টেশন (বিশ্ববিদ্যালয়)

এছাড়াও থাকছে স্টার ভিজুয়ালাইজেশন,
3D, 4D, 6D এবং 9D মুভি শো এবং স্টেজ সায়েন্স শো দেখার সুযোগ !!!

রেজিস্ট্রেশন এবং বিস্তারিতঃ
https://fiesta.rusc.org.bd

বিঃদ্রঃ ইভেন্ট সম্পর্কিত যেকোনো বিষয়ের পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল সহ যেকোনো সিদ্ধান্ত কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ বহন করে।

  • Date : 01/02/2025 - 02/02/2025
  • Time : 9:00 AM - 6:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi