College Canvas

  • 25/10/2025
  • Barguna Govt College, Barguna, Barishal, Bangladesh

This event has expired

College Canvas

frequently asked questions

কীভাবে অনলাইনে কিনব / রেজিস্ট্রেশন করব ?

আমরা ভিডিও এর মাধ্যমে সব বুঝিয়ে দিব।

টাকা দেওয়ার প্রোসেস কি ?

কেনা কাটা করে যেভাবে পেমেন্ট করেন। অথবা মোবাইলে ডাটা কেনার সময় যেভাবে অটো পেমেন্ট করেন। অর্থাৎ একটি ইন্টারফেস আছে যেখানে আপনার বিকাশ নাম্বার চায়, তারপরে আপনার বিকাশ নাম্বারে বিকাশ থেকে একটি কোড পাঠায় এবং সেটি চায়, এরপরে আপনার পিন বসানোর সাথে সাথেই প্রয়োজনীয় টাকা কেটে নেয়। [ঝামেলা বিহীন ও নিরাপদ পেমেন্ট প্রসেস]

একজন এর বিকাশ থেকে কি আমি অন্যজনের রেজিস্ট্রেশন করতে পারবো ?

হ্যাঁ, যার বিকাশ থেকে কিনবেন তার বিকাশে পর্যাপ্ত টাকা থাকলেই হবে।

পেমেন্ট করার কতক্ষণ পরে আমি টোকেনের লিংক পাব ?

৫ থেকে ১০ মিনিট।

টোকেন ডাউনলোড লিংক কোথায় পাবো ?

অনুষ্ঠান রেজিস্ট্রেশনের সময় আপনি যে ই-মেইল প্রদান করবেন সেই ই-মেইলে পাঠানো হবে।

অনুষ্ঠানের জন্য টাকা অফলাইনে দিলেও টোকেন অনলাইন থেকে কেন নিতে হবে ?

কেননা আপনি যখন অফলাইনে টাকা দিবেন তখন আপনার একাউন্টের রেজিস্ট্রেশনই অনলাইনের মাধ্যমে আমাদের সহযোগী করে দিবে। তাই আপনার ইমেইলে টোকেনের লিংকে যাবে।

  • Time : 8:00 AM - 5:00 PM (Asia/Dhaka)